
আজকের দিনটি জাতির ইতিহাসে শোকাবহ অধ্যায় হয়ে থাকবে। সোমবার ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ ও মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় যে অকাল প্রাণহানি ও আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, তা নিঃসন্দেহে হৃদয়বিদারক, বেদনাদায়ক ও জাতির জন্য গভীর শোকের বিষয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন,“আজকের এই দুর্ঘটনা কেবল কয়েকটি প্রাণ হারানোর ঘটনা নয়, বরং এটি একটি পরিবারের, একটি শিক্ষাঙ্গনের এবং সমগ্র জাতির হৃদয়ে রক্তক্ষরণ। এই শোক ভাষায় প্রকাশ করার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দেশব্যাপী এই শোকের মুহূর্তে সেলিমুজ্জামান সেলিম "সকলকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান এবং সকল রাজনীতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।"
Jahan