ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন 

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ  

প্রকাশিত: ১৬:৪১, ২১ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন 

ছবি: দৈনিক জনকণ্ঠ

গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় কোন নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে জেলা বিএনপি। সোমবার সকাল ১১টায় শহরের বড়বাজার পৌর—মার্কেটে জেলা বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ—সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। 

সংবাদ—সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুজ্জামান। সেখানে জেলা বিএনপি’র সদস্য—সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল ১০ টায় শহরের পুলিশ লাইন মোড় হতে একটি বিক্ষোভ—মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ৮টি পৃথক মামলা দায়ের হয়েছে। প্রতিটি মামলায় পুলিশ বাদী হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর থানায়ই মামলা হয়েছে ৬টি। এরমধ্যে ২টি সন্ত্রাস দমন আইনে এবং ৪টি হত্যা—মামলা। এছাড়া কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৮ হাজার ৪ শ’ ৪ জনকে আসামি করা হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে ইতিমধ্যে তিন শতাধিক গ্রেফতার করা হয়েছে। 

 

ফারুক

×