
ছবি: দৈনিক জনকণ্ঠ।
অসুস্থ মা ও পঙ্গু বাবার সেবা করতে করতে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন কিশোর নুরুন্নবী ইসলাম আপন। সেই আপন-ই এবার এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলায় সর্বোচ্চ ফল অর্জন করে।
তার সংগ্রামী জীবনের খবর দৈনিক জনকণ্ঠে “অসুস্থ মা-বাবার সেবায় নিবেদিত আপন, এসএসসিতে জেলার সেরা” শিরোনামে ১৭ জুলাই প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের।
প্রতিবেদনটি দেখার পরই কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা খোঁজ নেন আপনের পরিবারের। পরে সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নুরুন্নবীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, আপনের মতো মেধাবী ও দায়িত্বশীল শিক্ষার্থীরা আমাদের সমাজের আশার আলো। তার উচ্চশিক্ষা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সহায়তা দেব।
ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা নুরুন্নবী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই কিশোর তিনটি টিউশনি করে সংসার চালায়। তবুও পড়াশোনায় এতটুকু ফাঁকি দেয়নি। তার এই সাফল্য এখন কুড়িগ্রামের গর্ব, গোটা দেশের অনুপ্রেরণা।
মিরাজ খান