ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১৬:৪২, ২১ জুলাই ২০২৫

সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলার সব থানায় একযোগে অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে জেলার নাগরিকরা বাড়িতে বসেই থানায় সাধারণ ডায়েরি করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম চালু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষকে আরও দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে থানায় গিয়ে সময় ও ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে বসে অনলাইন জিডি করতে পারবেন।”

এই অনলাইন জিডি কার্যক্রমের মাধ্যমে সাতক্ষীরাবাসী এখন আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ পুলিশের সেবার আওতায় আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

শেখ ফরিদ 

×