
ছবি: সংগৃহীত
সোমবার দুপুরে উপজেলার সান্তাহারে ডিজিটাল ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সান্তাহার পৌরসভা শহরের মেইন সড়কে অবস্থিত জোবেদা প্লাজায় বর্ণমালা ডিজিটাল সেবা নামক প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা প্রধান অতিথি হিসেবে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সমবেত ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ভূমি খারিজ বা নামজারি করতে দালাল মাধ্যমে বেশি টাকা খরচ করেও অনেক হয়রানির শিকার হয়ে থাকেন একারণে সরকার দালালমুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকার ভূমি কার্যালয়ের পাশাপাশি ডিজিটাল সেবা কেন্দ্র প্রকল্প চালু করেছে। এলক্ষে সরকার ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্যেগক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। আপনারা দালাল না ধরে এবং যত্রতত্র গড়ে উঠা কম্পিউটার দোকানে না গিয়ে সরকারের অনুমতি প্রাপ্ত ও প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি খারিজসহ অন্যান্য সেবা কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহণ করতে পারবেন। সুতরাং এখন থেকে আর দালাল চক্রের ফাঁদে পা দিবেন না, নিজের কাজ করবেন এতে অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।
ফারুক