ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি স্বাভাবিক? যা বলছে ল্যাব রিপোর্ট

প্রকাশিত: ০৩:০০, ২১ জুলাই ২০২৫; আপডেট: ০৩:০২, ২১ জুলাই ২০২৫

পাকিস্তানি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি স্বাভাবিক? যা বলছে ল্যাব রিপোর্ট

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কিছুটা কাটছে। করাচি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে তাঁর মরদেহের নমুনা পরীক্ষা করে জানানো হয়েছে—হুমায়রার শরীরে কোনো চেতনানাশক, মাদক বা বিষাক্ত উপাদানের অস্তিত্ব মেলেনি। ফলে তদন্তকারীরা এখন ধারণা করছেন, এই মৃত্যু স্বাভাবিক হতে পারে।

গত ৮ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে হুমায়রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ৮ থেকে ১০ মাস আগে তার মৃত্যু হয়েছিল। এরপর থেকেই শুরু হয় চাঞ্চল্য, উঠতে থাকে প্রশ্ন—এটি হত্যা, আত্মহত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু?

ল্যাব রিপোর্ট যা বলছে

গত শুক্রবার প্রকাশিত করাচি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস–এর পরীক্ষাগার রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, হুমায়রার শরীরে কোনো চেতনানাশক, মানসিক ওষুধ, মাদক বা বিষের উপাদান পাওয়া যায়নি।

এ বিষয়ে করাচি দক্ষিণের ডিআইজি সৈয়দ আসাদ রেজা নিশ্চিত করে বলেন, রিপোর্ট হাতে পেয়েছেন তারা।

এর একদিন আগে বৃহস্পতিবার পুলিশের তদন্ত প্রতিবেদনেও বলা হয়—এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণ অনুযায়ী, মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত হতে পারে।

রহস্যময় নিখোঁজ, আর্থিক সংকট, সন্দেহের ইঙ্গিত

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর হুমায়রাকে করাচির ক্লিফটন এলাকায় দেখা গিয়েছিল দুপুর ১টার দিকে। ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফিরে আসেন। এরপর আর কেউ তাকে জীবিত অবস্থায় দেখেনি।

তদন্তে জানা গেছে, মৃত্যুর আগে হুমায়রা চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং তিনি কমপক্ষে ১০ জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, যাদের মধ্যে তার ভাইও ছিলেন।

হুমায়রার মুঠোফোন তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টে (সিটিডি)। ফোন থেকে সর্বশেষ মেসেজ পাঠানো হয়েছিল ৭ অক্টোবর।

মিডিয়া ক্যারিয়ার ও অর্জন

লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় তিনি অভিনয় করেছেন ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ এবং ‘চল দিল মেরে’ সিরিয়ালে। বড় পর্দায় কাজ করেছেন ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১) চলচ্চিত্রে।

২০২২ সালে এআরওয়াই ডিজিটালের রিয়েলিটি শো ‘তমাশা ঘর’–এ অংশ নিয়ে আলোচনায় আসেন। আর ২০২৩ সালে ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস–এ সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন।

 

সূত্র: দ্য ডন।

রাকিব

×