
ছবি: সংগৃহীত
১৫ লাখ বছরের বেশি পুরনো বরফখণ্ড সংগ্রহ করে জলবায়ু গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন ইউরোপের বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার বরফ স্তরের ২,৮০০ মিটার গভীর থেকে সংগ্রহ করা এই বরফ বর্তমানে যুক্তরাজ্যে পৌঁছেছে, যেখানে ধীরে ধীরে বরফ গলিয়ে বের করা হবে এতে থাকা দুর্লভ উপাদান।
বরফ গলিয়ে কী পাওয়া যাবে?
গবেষকদের আশা, এই প্রাচীন বরফ গলিয়ে তারা পাবেন ধুলিকণা, আগ্নেয়ছায় কণা, সামুদ্রিক শৈবাল (ডায়াটম) এবং জৈব উপাদান, যেগুলো হাজার হাজার বছর আগে বরফে পরিণত হওয়া তুষারের সঙ্গে আটকা পড়েছিল। এসব উপাদান বিশ্লেষণ করে জানা যাবে:
- সেই সময়কার বাতাসের গঠন
- তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা
- কার্বন ডাইঅক্সাইডের গতিবিধি ও বিনিময় প্রক্রিয়া
গবেষণা চলছে ‘বিয়ন্ড ইপিকা ওল্ড আইস’ প্রকল্পে
এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে ইউরোপের বিয়ন্ড ইপিকা ওল্ড আইস প্রকল্প এবং ব্রিটিশ অন্টার্কটিক সার্ভে-এর যৌথ তত্ত্বাবধানে। কাচের মতো স্বচ্ছ, সিলিন্ডার আকৃতির বরফ খণ্ডগুলোকে -২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে ব্রিটিশ ল্যাবরেটরিতে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সাত সপ্তাহব্যাপী বরফ গলানোর প্রক্রিয়া চলবে, যেখানে প্রাচীন উপাদানগুলো আলাদা করা হবে। পরবর্তী কয়েক বছর ধরে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পরীক্ষাগারে হবে বরফের সূক্ষ বিশ্লেষণ।
এই গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ইতিহাস, সমুদ্রের রসায়ন ও পৃথিবীর বায়ুমণ্ডলের বিবর্তন সম্পর্কিত বহু অজানা তথ্য সামনে আসবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
সূত্র: https://www.youtube.com/watch?v=fVR2XHwn3mo&pp=0gcJCcwJAYcqIYzv
রাকিব