ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এআইয়ের ছোঁয়ায় আগস্টে যেসব নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

প্রকাশিত: ০৩:৫৫, ২১ জুলাই ২০২৫

এআইয়ের ছোঁয়ায় আগস্টে যেসব নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

আগামী আগস্টে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। শুধু বাগ ফিক্স নয়, যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন ও ব্যবহারবান্ধব ফিচার। মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এই আপডেটগুলো আনা হচ্ছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও গতিময় করতে।

কাগজপত্র পাঠানো আরও সহজ: এবার স্ক্যান করে সরাসরি পাঠানো যাবে

আগে ডকুমেন্ট পাঠাতে হলে ফাইলটি ডাউনলোড করে সংযুক্ত করতে হতো কিংবা ছবি তুলে গ্যালারি থেকে পাঠাতে হতো। এবার এসব ঝামেলার দিন শেষ। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপেই সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে PDF আকারে পাঠানো যাবে। আলাদা কোনো অ্যাপ বা ক্যামেরা অ্যাকসেসের দরকার হবে না।

স্ট্যাটাস শেয়ারে নতুন সুবিধা

ছবি বা ভিডিও এখন আরও সহজে স্ট্যাটাসে যুক্ত করা যাবে। ক্যামেরা রোল থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করা যাবে ছবি ও ভিডিও। সূর্যভেজা সমুদ্রতটের সেলফি হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে মুহূর্ত—সবই হবে আরও দ্রুত ও সহজ। সম্পাদনা, ইমোজি ও আঁকাবুকি তো থাকছেই।

এআইয়ের ছোঁয়া: স্মার্ট ওয়ালপেপার ও কথার শুরুতে সহায়তা

অ্যান্ড্রয়েডের পর এবার আইফোন ব্যবহারকারীদের জন্যও এলো মেটা এআই। iOS ডিভাইসে এখন থেকে থিম মেনু থেকেই এআই-চালিত কাস্টম ওয়ালপেপার তৈরি করা যাবে। চাইলে নিজের মতো করে নির্দেশনা দিয়েও ইউনিক ব্যাকগ্রাউন্ড বানানো যাবে।

তাছাড়া, এআই চ্যাটে কীভাবে শুরু করবেন, বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপ আপনাকে দেবে কথার সূচনা করার পরামর্শ। এই স্বয়ংক্রিয় প্রম্পটগুলো নিয়মিত পরিবর্তিত হবে, যাতে একঘেয়েমি না আসে।

গ্রুপ চ্যাটে নতুন ফিচার ও সহায়তা পাওয়ার সহজ উপায়

গ্রুপ চ্যাটে এবার জানা যাবে একসঙ্গে কয়জন টাইপ করছেন। অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৫.২০.১৭-এ এই ফিচার যুক্ত হচ্ছে, যা গ্রুপ কথোপকথনকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে।

আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে সহায়তা পাওয়া সহজ হচ্ছে। হেল্প সেন্টার থেকে সরাসরি সাপোর্ট চ্যাট শুরু করা যাবে। আগের মতো দীর্ঘ বর্ণনা লিখতে হবে না, সমস্যার কথা নিজে থেকেই বলবে হোয়াটসঅ্যাপ।

আগস্টের হোয়াটসঅ্যাপ আপডেট: কেন এত গুরুত্বপূর্ণ?

এই আপডেটগুলোর উদ্দেশ্য একটাই—হোয়াটসঅ্যাপকে আরও দ্রুত, স্মার্ট ও সহজতর করা। ডকুমেন্ট স্ক্যান, স্ট্যাটাস আপডেট, এআই কাস্টমাইজেশন বা সাপোর্ট নেওয়া—সবকিছুতেই থাকছে সময় ও ঝামেলা বাঁচানোর উপায়।

আগামী আগস্ট থেকেই ধাপে ধাপে ফিচারগুলো চালু হতে শুরু করবে। তাই নজর রাখুন আপডেটের ওপর—হোয়াটসঅ্যাপ হতে চলেছে আরও আধুনিক, আরও স্মার্ট।

 

সূত্র: https://euroweeklynews.com/2025/07/20/big-changes-coming-to-whatsapp-in-august/

রাকিব

×