ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ধীরগতি ও হ্যাং সমস্যার সমাধান: স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কার্যকর কৌশল

প্রকাশিত: ০৩:২২, ২১ জুলাই ২০২৫; আপডেট: ০৩:২৩, ২১ জুলাই ২০২৫

ধীরগতি ও হ্যাং সমস্যার সমাধান: স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কার্যকর কৌশল

ছবি: প্রতীকী

বর্তমান স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় সমস্যার নাম—ফোনে পর্যাপ্ত জায়গার অভাব। উন্নত মানের ক্যামেরা, হাই রেজুলেশনের ভিডিও এবং নানা অ্যাপ ব্যবহারের ফলে খুব দ্রুতই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ফোনের ৯০ শতাংশ বা তার বেশি স্টোরেজ পূর্ণ হয়ে গেলে ফোন ধীরগতির হয়ে পড়ে, এমনকি হঠাৎ হ্যাং করাও অস্বাভাবিক নয়।

তবে চিন্তার কিছু নেই। গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা ডেটা না মুছেই ফোনে জায়গা খালি করার কিছু সহজ উপায় আছে। দেখে নিন এমনই ৪টি কার্যকর কৌশল:

১. অ্যাপের ক্যাশে ও অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলুন

প্রতিটি অ্যাপ ব্যবহারের সময়ই কিছু অস্থায়ী ফাইল বা ক্যাশে ডেটা জমা হয়, যা দীর্ঘ সময় জমে জায়গা দখল করে। এই ক্যাশে ডেটা নিয়মিত পরিষ্কার করলে ফোনে উল্লেখযোগ্য পরিমাণ জায়গা খালি হতে পারে।

কীভাবে করবেন:

Settings > Apps > App Name > Storage > Clear Cache

২. পুরোনো ও অব্যবহৃত ফাইল মুছে ফেলুন

ফোনে থাকা বহু পুরোনো ভিডিও, সিনেমা বা অপ্রয়োজনীয় অ্যাপ অনেক জায়গা দখল করে রাখে। যেসব ফাইল আপনি আর ব্যবহার করেন না বা যেসব অ্যাপের প্রয়োজন নেই, সেগুলো চিন্তাভাবনা করে ডিলিট করুন। এতে অপ্রয়োজনীয়ভাবে জায়গা আটকে থাকবে না।

৩. ‘লাইট’ অ্যাপ বা ওয়েব সংস্করণ ব্যবহার করুন

ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় সোশ্যাল অ্যাপগুলো অনেক জায়গা নেয়। এগুলোর ‘লাইট’ সংস্করণ বা ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার করলে অনেকটা জায়গা বাঁচে। প্রয়োজন অনুযায়ী ‘Facebook Lite’, ‘Instagram Lite’ ইত্যাদি ডাউনলোড করে দেখতে পারেন।

৪. ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন

ছবি-ভিডিও ফোনে না রেখে গুগল ড্রাইভ, গুগল ফটোজ, আই ক্লাউড-এর মতো ক্লাউড সার্ভিসে আপলোড করলে ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা থাকে। আকারে বড় ফাইল ও গুরুত্বপূর্ণ ডেটা এসব জায়গায় রেখে ফোন থেকে মুছে দিন। এতে তথ্যও থাকবে নিরাপদে।

স্মার্টফোন ব্যবহারে গতি ও কার্যকারিতা ধরে রাখতে নিয়মিত কিছুক্ষণ সময় বের করে উপরের কৌশলগুলো অনুসরণ করুন। এতে আপনার ফোন হবে আরও স্মার্ট, চলবে আরও দ্রুত।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাকিব

×