ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

একটা ভুলেই বিস্ফোরণ! ঘরে থাকা তিনটি যন্ত্র নিয়ে সতর্ক থাকুন

প্রকাশিত: ০৩:৩৪, ২১ জুলাই ২০২৫

একটা ভুলেই বিস্ফোরণ! ঘরে থাকা তিনটি যন্ত্র নিয়ে সতর্ক থাকুন

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি) ও মাইক্রোওভেন প্রায় প্রতিটি ঘরের অপরিহার্য ইলেকট্রনিক যন্ত্র। কিন্তু অজান্তেই অনেক ব্যবহারকারী এমন কিছু ভুল করে থাকেন, যা ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। নিচে তুলে ধরা হলো এসব যন্ত্রের বিপজ্জনক কিছু ব্যবহারিক ভুল ও সতর্কতামূলক পরামর্শ:

ফ্রিজে যেসব ভুলে বিস্ফোরণ হতে পারে:

1. নিষিদ্ধ বস্তু সংরক্ষণ করা:
সুরভিত অ্যারোসল, এয়ার ফ্রেশনার বা কাচের বোতলে গ্যাসজাত দ্রব্য ফ্রিজে রাখলে তা কম তাপমাত্রায় বিস্ফোরণ ঘটাতে পারে।


2. গ্যাস লিকেজ উপেক্ষা করা:
ফ্রিজের কুলিং সিস্টেমে ব্যবহৃত রেফ্রিজারেন্ট (যেমন: R-600a) অগ্নিসংবেদনশীল। লিক হলে তা ইগনিশনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটাতে পারে।


3. বারবার বিদ্যুৎ চালু–বন্ধ করা:
বিদ্যুৎ আসা-যাওয়ার সময় বারবার ফ্রিজ চালু করলে কম্প্রেসারে অতিরিক্ত চাপ পড়ে, যা বিস্ফোরণের সম্ভাবনা বাড়ায়।


4. ভুল মাল্টিপ্লাগ ব্যবহার:
অতিরিক্ত ভোল্টেজে চলা মাল্টিপ্লাগে ফ্রিজ চালালে শর্টসার্কিট হতে পারে।


এয়ার কন্ডিশনারে (এসি) যেসব ভুল বিপজ্জনক:

1. অপেশাদার ইনস্টলেশন:
ভুলভাবে গ্যাস ফিলিং বা পাইপলাইন ইনস্টলেশন করলে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।


2. বেশি সময় ধরে অনবরত চালানো:
অতিরিক্ত লোডে এসির কম্প্রেসার গরম হয়ে বিস্ফোরিত হতে পারে।


3. আনফিট সার্কিট ব্রেকার:
এসি চালানোর জন্য যথাযথ ক্যাপাসিটির সার্কিট ব্রেকার না থাকলে শর্টসার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটতে পারে।


4. গ্যাস চেক না করা:
বছরের পর বছর গ্যাস পরীক্ষা না করায় লিক হয়ে এক সময় বিস্ফোরণ ঘটাতে পারে।


মাইক্রোওভেনে যেসব ভুলে বিস্ফোরণ হতে পারে:

1. ডিম সিদ্ধ করা:
খোলসযুক্ত ডিম মাইক্রোওভেনে দিলে তা ফেটে গিয়ে ওভেনের ভেতরে বিস্ফোরণ ঘটায়।


2. অ্যালুমিনিয়াম ফয়েল বা ধাতব বাটি ব্যবহার:
ধাতব পাত্র মাইক্রোওভেনে দিলে স্পার্কিং হয়ে বিস্ফোরণ বা আগুন লাগতে পারে।


3. সিল করা কন্টেইনারে গরম করা:
বায়ুনিরুদ্ধ কন্টেইনারে খাবার গরম করলে চাপ বাড়ে, যা বিস্ফোরণ ঘটাতে পারে।


4. পরিস্কার না রাখা:
মাইক্রোওভেনের অভ্যন্তরে খাবারের চিটে লেগে থাকলে সেগুলো অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত করতে পারে।


ফ্রিজ, এসি বা মাইক্রোওভেন ইনস্টল বা মেরামতের জন্য শুধুমাত্র অভিজ্ঞ টেকনিশিয়ান ব্যবহার করুন।

মাল্টিপ্লাগ ব্যবহারে সতর্ক থাকুন এবং সঠিক ওয়াটেজ বিবেচনা করুন।

বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে প্লাগ খুলে ফেলুন।

বছরে অন্তত একবার পেশাদার দ্বারা যন্ত্রপাতি সার্ভিস করান।

গ্যাস বা পোড়া গন্ধ পেলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।

সর্বোপরি, নিরাপদ ব্যবহারে সচেতন থাকলেই এসব ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু অবহেলায় তা রূপ নিতে পারে মৃত্যুফাঁদে।

Mily

×