
ছবিঃ নিখোঁজ মাদ্রাসা ছাত্র সাদ মোহাম্মদ সাব্বির
পাবনায় সাদ মোহাম্মদ সাব্বির (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
সাব্বির জেলার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া নতুন পাড়া গ্রামের মো. ছাইদুর রহমানের পুত্র। সে পাবনার দারুল হাদিস মাদ্রাসার শিক্ষার্থী।
সাব্বিরের পরিবার জানিয়েছে, গত ১৮ জুলাই শুক্রবার বিকেলে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলেও মাদ্রাসায় যায়নি সাব্বির। নিখোঁজের ৩ দিন পার হয়ে গেলেও তাদের ছেলের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত শনিবার পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নোভা