ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এক বছরেও শেষ নয় কালভার্ট, ভোগান্তিতে তিন ইউনিয়নের ৪০ হাজার মানুষ

আনোয়ার হোসেন ,কনট্রিবিউটিং রিপোর্টার ,নীলফামারী 

প্রকাশিত: ০১:৩৩, ২১ জুলাই ২০২৫

এক বছরেও শেষ নয় কালভার্ট, ভোগান্তিতে তিন ইউনিয়নের ৪০ হাজার মানুষ

দৈনিক জনকণ্ঠ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ির হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ যাওয়ার রাস্তায় ঠিকাদারি প্রতিষ্ঠানের টালবাহানায় একটি কালভার্টের, প্রায়  ১ বছর ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে । ফলে জনদূর্ভোগে ৩ ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার মানুষ। 

পঁয়ত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা বাজেটের কালভার্টটি “বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড“ এর ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং শুরু করে ১৮০ দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নিয়ম থাকলেও ১ বছর ৪ মাসেও শেষ হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস আগে পুরাতন কালভার্টটি সম্পূর্ণ ভাঙার পর নির্মাণ কাজ শুরু না করেই লোকবল নিয়ে চলে যায় । স্থানীয়রা আরও বলেন, একটু বৃষ্টি হলেই সংযোগ সড়ক জলমগ্ন হয়ে যায় এবং কাঁদার কারণে চলাচল কঠিন হয়ে পড়ে।এছাড়াও নয়ানখালের কৃষক মজিবর রহমান (৫৬) বলেন, কালভার্টটি ভাংগা হওয়ায় ভ্যানচালক  ধান নিয়ে বাজার যেতে চায় না। 

কালুরঘাট নতুন বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মিজু সরকার (২৮) বলেন, সৈয়দপুর থেকে পাইপসহ দোকানের যাবতীয় মালামাল ভ্যান অথবা পিকআপে করে নিয়ে আসা লাগে। কালভার্টটি ভাংগা হওয়ায় অনেক গাড়ি আসতে চায় না।

নয়ানখাল ডাংগারহাটের সিমেন্ট ব্যবসায়ী আঃ করিম বলেন, কালভার্টটি নির্মাণ না হওয়ায় সিমেন্টের গাড়ি সাত কিলোমিটারের রাস্তার পরিবর্তে প্রায় বিশ কিলোমিটার ঘুরে নিয়ে আসা লাগে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জনকন্ঠের' কনট্রিবিউটিং রিপোর্টারকে জানান, কাজটি দ্রুত শেষ  করার জন্য আমরা কয়েকবার চিঠি পাঠিয়েছি, কিন্তু কোন সারা দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান।

হ্যাপী

×