ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা

প্রকাশিত: ১১:২৯, ২১ জুলাই ২০২৫

এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত "Asian Business Iconic Award – 2025" অনুষ্ঠানে বাংলাদেশের এক তরুণ উদ্যোক্তা আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

আইডিয়াল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা মোঃ রাশেদুল ইসলামকে এশিয়ার আটটি দেশের তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে মনোনীত করা হয় এ সম্মাননার জন্য। গত ২৭ জুন নেপালের বন ও পরিবেশমন্ত্রীর হাত থেকে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারজন সাবেক মন্ত্রী এবং বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল Asian Business Partnership Association, আর বাংলাদেশের পক্ষে মনোনয়ন প্রদান করেছে প্রথমা বাংলাদেশ।

২০১৭ সালে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন আইডিয়াল কর্পোরেশন এর কর্ণধার মোঃ রাশেদুল ইসলাম। আজ সেই প্রতিষ্ঠান ২০২৪-২৫ অর্থবছরে ৪.৫ কোটি টাকার টার্নওভার নিয়ে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল কোম্পানিতে পরিণত হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে ইম্পোর্ট, ই-কমার্স, ফার্নিচার ও ইলেকট্রনিকস—এই চারটি খাতে। উদ্যোক্তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণে কাজ শুরু করেছে।

এশিয়ান অ্যাওয়ার্ড গ্রহণকালে মোঃ রাশেদুল ইসলামের সঙ্গে কথা হয় নেপালের বন ও পরিবেশমন্ত্রীর। ওই আলোচনায় উঠে আসে নেপালে আইডিয়াল কর্পোরেশন এর ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা।

এ প্রসঙ্গে উদ্যোক্তা মোঃ রাশেদুল ইসলাম বলেন, “আমার এই অর্জন শুধু আমার নয়, এটি বাংলাদেশের উদ্যোক্তাদের সম্মান। ইনশাআল্লাহ, খুব শিগগিরই নেপালেও আমাদের ব্যবসা শুরু করবো।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি বর্তমানে আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার কাজে সক্রিয়। বিশেষ করে এশিয়ার ছোট ছোট দেশের মধ্যে সহজ ও ভারসাম্যপূর্ণ পণ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সমতা আনার লক্ষ্যে কাজ করছেন।

এম.কে.

×