ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি: কোনাল

প্রকাশিত: ১৫:১৩, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১৫, ২১ জুলাই ২০২৫

এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি: কোনাল

ছবি:সংগৃহীত

 রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শহীদ হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার ঘটে। দুর্ঘটনার সময় কলেজ মাঠে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন, তবে এখনো তাদের কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে—সেই বাচ্চাগুলোর জন্য, যারা মাঠে ছিল এবং সেখানে অবস্থানরত সবার জন্য।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/177ctwqUJg/

 
 

মারিয়া

×