ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

১৪ বছর বয়সে বিয়ে, ২৯-এ লাশ হয়ে ফিরল! স্বামীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

প্রকাশিত: ১৫:০৪, ২১ জুলাই ২০২৫

১৪ বছর বয়সে বিয়ে, ২৯-এ লাশ হয়ে ফিরল! স্বামীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহতে এক কেরালার নারীর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। মৃত নারীর পরিবারের দাবি, তার স্বামী তাকে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। নিহত ২৯ বছর বয়সী নারী অতুল্যাকে ২০ জুলাই শনিবার তার বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি ২০১৪ সালে মাত্র ১৪ বছর বয়সে সতীশ নামের এক ব্যক্তিকে বিয়ে করেন।

অতুল্যার মা অভিযোগ করেছেন, ১৮ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে সতীশ তার মেয়েকে শ্বাসরোধ করে, পেটে লাথি মেরে এবং মাথায় প্লেট দিয়ে আঘাত করে হত্যা করে।

পরিবারের দাবি অনুযায়ী, বিয়ের পর থেকেই অতুল্যাকে পণের জন্য বারবার হেনস্তা করা হচ্ছিল। তারা জানিয়েছে, বিয়ের সময় সতীশকে ৪০ ভরি সোনা ও একটি মোটরসাইকেল দেওয়া হয়েছিল।

সতীশের বিরুদ্ধে বর্তমানে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আবির

×