ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইয়েমেন হবে দ্বিতীয় তেহরান, হুথিদের হুঁশিয়ারি দিয়ে বন্দরে হামলা ইসরায়েলের 

প্রকাশিত: ১৯:৪২, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫১, ২১ জুলাই ২০২৫

ইয়েমেন হবে দ্বিতীয় তেহরান, হুথিদের হুঁশিয়ারি দিয়ে বন্দরে হামলা ইসরায়েলের 

ছবি: সংগৃহীত।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার (স্থানীয় সময়) বিমান হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, "বোমাবর্ষণে বন্দরের জেটি ধ্বংস হয়ে গেছে, যেটি আগের হামলার পর পুনর্নির্মাণ করা হয়েছিল।"

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে বলেন, "হোদেইদা বন্দরে হুথি সন্ত্রাসী ব্যবস্থার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং পূর্বে ধ্বংস হওয়া অবকাঠামো পুনরায় নির্মাণের যে কোনো চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতোই," যেখানে সম্প্রতি ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, এমনকি রাজধানীতেও ব্যাপক হামলা চালিয়েছে।

হুথিদের মালিকানাধীন আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, হোদেইদা বন্দরে "ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে"।

একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা, যিনি পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন, এএফপিকে জানান, "বোমা হামলায় বন্দরের সেই জেটি ধ্বংস হয়ে গেছে, যেটি আগের হামলার পর পুনরায় নির্মাণ করা হয়েছিল।"

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল “প্রকৌশল সরঞ্জাম, জ্বালানি ট্যাঙ্ক, নৌযান যা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কাজে ব্যবহৃত হতো, এবং হুথি সন্ত্রাসী ব্যবস্থার অন্যান্য অবকাঠামো।”

তারা আরও দাবি করেছে, হোদেইদা বন্দর ইরান থেকে অস্ত্র স্থানান্তরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, যেগুলো হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, "ইরান-সমর্থিত হুথিরা বন্দরে আবারও সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে – এবং তা প্রতিহত করা হয়েছে।"

প্রসঙ্গত, হুথি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগর ও আদেন উপসাগরে প্রাণঘাতী হামলা পুনরায় শুরু করেছে, যেখানে তারা ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করছে, গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে বলে দাবি তাদের। 


সূত্র: এনডিটিভি

মিরাজ খান

×