
সংগৃহীত
শিক্ষা মানে কেবল ডিগ্রি নয়, বিনয় শেখা, দায়িত্ব নেওয়া ও মানুষের প্রতি সম্মানবোধ গড়ে তোলা। অথচ এখন অনেক নামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অহংকারই যেন বড় শিক্ষা হয়ে উঠেছে।
আজকাল একটি সাধারণ চিত্র চোখে পড়ে—নামকরা স্কুলকলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিদ্যা অর্জনের চেয়ে প্রতিষ্ঠানের ব্র্যান্ড নিয়েই বেশি গর্বিত। তারা ভাবেন, প্রতিষ্ঠানের নামটাই যেন তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণপত্র। এ ধরনের দৃষ্টিভঙ্গি শুধু ভুল নয়, বিপজ্জনকও।
শিক্ষা যদি কারও মধ্যে বিনয় না আনে, তাহলে সে শিক্ষা কতটা কার্যকর? বাস্তবতা হলো, অনেক সময় বড় প্রতিষ্ঠানে পড়া শিক্ষার্থীদের আচরণে সাধারণ মানুষ বা ছোট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞা প্রকাশ পায়। এটা নিছক এক শ্রেণির অহংকার—যা বিদ্যার সঙ্গে যায় না।
একজন প্রকৃত শিক্ষিত মানুষ কখনোই কারও পেশা, শিক্ষা প্রতিষ্ঠান বা পরিচয়ের ওপর ভিত্তি করে কাউকে ছোট করে দেখে না। বরং তার ভেতরে থাকে সহানুভূতি, শ্রদ্ধাবোধ এবং মানবিকতা।
স্মরণ রাখা দরকার, বড় প্রতিষ্ঠানে পড়া মানেই বড় মনের মানুষ হওয়া নয়। প্রতিষ্ঠানের নাম কখনোই মানুষের মূল্য নির্ধারণ করে না, বরং মানুষের ব্যবহার, মূল্যবোধ এবং আচরণই তার আসল পরিচয়।
আমরা যদি সত্যিকারের শিক্ষিত হতে চাই, তবে অহংকার নয়—চর্চা করতে হবে বিনয়ের, শ্রদ্ধার ও দায়িত্ববোধের।
হ্যাপী