
পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে হত্যা!
পরিবারের অমতে বিয়ে করায় এক দম্পতিকে হত্যা করা হয়েছে। পাকিস্তানে ঘটনাটি ঘটেছে।
রোববার (২০ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডকে তথাকথিত অনারকিলিং নামে অভিহিত করা হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স
ওই দম্পতির নাম পরিচয় জানা যায়নি। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে স্থানীয় উপজাতি কাউন্সিলের নির্দেশে গত মাসে ওই দম্পতিকে গুলি করে হত্যার নির্দেশ দেয়া হয়। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তারা তদন্তে নেমেছে।
ওই ভিডিও দেখে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে মরুভূমিতে কিছু মানুষ পিকাপ এবং এসইউবি নিয়ে জড়ো হয়েছেন। সেখানে ওই দম্পতিকে নিয়ে গুলি করা হয়।
তাসমিম