ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ভুয়া ও নকল কনটেন্টে লাগাম টানছে ফেসবুক

প্রকাশিত: ১৮:৩০, ২১ জুলাই ২০২৫

ভুয়া ও নকল কনটেন্টে লাগাম টানছে ফেসবুক

ছবিঃ সংগৃহীত

মেটা (Meta) ঘোষণা দিয়েছে, ফেসবুকে ‘অরিজিনাল নয়’ এমন কনটেন্ট শেয়ার করা অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে মেটা জানায়, যারা বারবার অন্যের লেখা, ছবি বা ভিডিও পুনঃব্যবহার করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

মেটা জানায়, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১ কোটি ভুয়া প্রোফাইল সরানো হয়েছে, যারা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ছদ্মবেশে কাজ করছিল। পাশাপাশি, ৫ লাখ অ্যাকাউন্ট ‘স্প্যামি’ আচরণ এবং ‘ভুয়া এনগেজমেন্ট’-এ জড়িত থাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে—যেমন, মন্তব্যের রিচ কমিয়ে দেওয়া এবং কনটেন্টের ব্যাপক প্রচার সীমিত করা।

এই ঘোষণা আসে ইউটিউবের সাম্প্রতিক একই ধরনের সিদ্ধান্তের ঠিক পরপরই। ইউটিউব সম্প্রতি জানায়, তারা অরিজিনাল নয় এমন ভিডিও—বিশেষ করে যেগুলো একঘেয়ে, বারবার তৈরি বা সহজে এআই দিয়ে বানানো হয়—এসবের বিরুদ্ধে নীতিমালা স্পষ্ট করছে।

তবে ইউটিউবের মতো মেটাও জানিয়েছে, যারা অন্যের কনটেন্টে রিয়্যাকশন দেয়, ট্রেন্ডে অংশ নেয় বা নিজের মত প্রকাশ করে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। বরং লক্ষ্য হচ্ছে সেই সব অ্যাকাউন্ট যারা অন্যের কনটেন্ট হুবহু পোস্ট করছে বা নিজের বলে চালিয়ে দিচ্ছে।

শাস্তি হিসেবে এইসব অ্যাকাউন্টকে মোনিটাইজেশন প্রোগ্রাম থেকে কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়া হবে এবং তাদের পোস্টের রিচ কমিয়ে দেওয়া হবে। একই সঙ্গে, যদি ফেসবুক দেখে কোনো ভিডিও ডুপ্লিকেট হয়েছে, তবে আসল ভিডিওকে গুরুত্ব দিয়ে নকল কনটেন্টের প্রচার কমানো হবে।

এছাড়া, নতুনভাবে একটি সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটা—যেখানে ডুপ্লিকেট ভিডিওর সঙ্গে মূল কনটেন্টের লিংক যুক্ত করে দেওয়া হবে যেন দর্শকরা সহজেই আসল কনটেন্ট দেখতে পারে।

এই আপডেট এমন এক সময় এলো, যখন মেটা ও তার অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন ইনস্টাগ্রাম, ব্যবহারকারীদের ভুলভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা এবং মানবিক সহায়তার অভাব নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। প্রায় ৩০ হাজার ব্যবহারকারী একটি পিটিশন করেছেন মেটার স্বয়ংক্রিয় সিস্টেম ও ভুল অ্যাকশনগুলোর বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ছোট উদ্যোক্তা।

যদিও নতুন নীতিমালা মূলত কনটেন্ট চোরদের রোধে কেন্দ্রিত, কিন্তু অরিজিনাল কনটেন্ট ঘিরে সমস্যাগুলোও বাড়ছে। বিশেষ করে এআই (AI)-এর উত্থানের কারণে প্ল্যাটফর্মগুলো ‘AI slop’ অর্থাৎ নিম্নমানের কৃত্রিম কনটেন্টে সয়লাব হয়ে গেছে।

মেটার পোস্টে পরোক্ষভাবে বোঝানো হয়েছে, তারাও হয়তো এআই-জেনারেটেড নিম্নমানের ভিডিও নিয়ে সতর্ক। পোস্টে উল্লেখ করা হয়েছে—শুধু ক্লিপ জোড়া লাগিয়ে বা অন্যের ভিডিওতে নিজের ওয়াটারমার্ক বসিয়ে কনটেন্ট তৈরি না করতে এবং “সত্যিকারের গল্প বলার” ওপর জোর দিতে।

পুনরায় অন্য অ্যাপ বা সোর্স থেকে কনটেন্ট ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, ভিডিও ক্যাপশন যেন মানসম্পন্ন হয়, যা থেকে বোঝা যায়, স্বয়ংক্রিয় ক্যাপশনিংয়ের ওপর নির্ভরশীলতা কমাতে চায় মেটা।

এই নীতিমালার মাধ্যমে মেটা স্পষ্টভাবে জানিয়ে দিল—যারা ফেসবুকে ‘চুরি করা’ বা এআই-নির্ভর নিম্নমানের কনটেন্টে ভর করে আয় করতে চায়, তাদের আর সুযোগ থাকবে না।

সূত্রঃ https://techcrunch.com/2025/07/14/following-youtube-meta-announces-crackdown-on-unoriginal-facebook-content/

ইমরান

×