ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ: আহতদের অর্থ সহায়তা ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ২৩:০২, ২১ জুলাই ২০২৫; আপডেট: ২৩:০৩, ২১ জুলাই ২০২৫

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ: আহতদের অর্থ সহায়তা ও নারীদের সেলাই মেশিন বিতরণ

ছবি: সংগৃহীত

'বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক'—বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে আজ ২১ জুলাই ২০২৫ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় আয়োজিত হয় এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।

সভায় বিজিবি অধিনায়ক সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ পারাপার, মাইন বিস্ফোরণ ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবির কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, "দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।"

তিনি আরও জানান, বিজিবি মাদক কারবারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও স্থানীয় জনগণের যেকোনো সংকটে পাশে থাকবে।

অনুষ্ঠানে মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক সহায়তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

আসিফ

×