ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ মাইনুল ইসলাম, চাঁদপুর

প্রকাশিত: ২২:৫৮, ২১ জুলাই ২০২৫

ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে স্রোতে পানিতে তলিয়ে নিখোঁজ হন মোঃ শফিকুর রহমান পাটোয়ারী (৭২)। প্রায় ২৪ ঘণ্টা পর ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। শফিকুর রহমান সদর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মো. দুদুমিয়া পাটোয়ারীর ছেলে।

প্রাপ্ত তথ্যে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২০ জুলাই) সকালে শফিকুর রহমান পাটোয়ারী অন্যদের সঙ্গে বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামেন। অন্যরা গোসল করে ওপরে উঠলেও তিনি নিখোঁজ হন। পরবর্তীতে বিষয়টি চাঁদপুর নদী ফায়ার স্টেশনে জানানো হয়। এছাড়াও নদী এলাকায় মাইকিং করে খোঁজ চান স্বজনরা।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের লিডার আলী আহম্মদ বলেন, রোববার (২০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আমরা এই ঘটনার বিষয়ে সংবাদ পাই। বেলা ২টায় ঘটনাস্থলে উপস্থিত হই। পরবর্তীতে ওই ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করা হয়। অবশেষে সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে শফিকুর রহমানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে অতিরিক্ত স্রোতের কারণে তিনি ডুবে যান। মরদেহ উদ্ধার করে ওই ব্যক্তির ছোট ছেলে মো. শিহাব হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান

×