ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কেশবপুরে গৃহবধূকে ধর্ষণ: ধর্ষককে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর

প্রকাশিত: ২২:৪৫, ২১ জুলাই ২০২৫

কেশবপুরে গৃহবধূকে ধর্ষণ: ধর্ষককে গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

কেশবপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক আঃ ছাত্তারকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে ধর্ষিতার নিজ বাড়ি থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত জালাল সর্দারের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার হিজলডাঙ্গা গ্রামের মৃত জালাল সর্দারের ছেলে আঃ ছাত্তার (৪২) গত ২০ জুলাই সন্ধ্যা রাতে প্রতিবেশী এক গৃহবধূর বসতবাড়িতে প্রবেশ করে তার শয়নকক্ষের খাটের উপরে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনার পর কেশবপুর থানার পুলিশ উপ-পরিদর্শক লিটন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্ষিতার নিজ বাড়ি থেকে ধর্ষক আঃ ছাত্তারকে গ্রেফতার করে। ধর্ষণের ঘটনা উল্লেখ করে গত ২১ জুলাই সকালে ধর্ষিতার স্বামী বাদী হয়ে আঃ ছাত্তারের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১২।

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক আঃ ছাত্তারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইমরান

×