ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশিত: ২২:৫৪, ২১ জুলাই ২০২৫

নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

গতকাল দেশের আকাশে ঘটে যাওয়া মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন কোমলমতি শিশু ও সাহসী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, "এ পর্যন্ত কলিজার টুকরা ২০ জন সোনামণি এবং প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন — ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাদের পরিবারকে এই বিশাল শোক সইবার শক্তি দান করেন।"

তিনি আরও বলেন, "ইনশাআল্লাহ, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে থাকবে ও দায়িত্ব পালন করবে। আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে পিছু হটবো না।"

জামায়াত আমির রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যাতে আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন এবং জাতি তাদের পাশে দাঁড়ানোর শক্তি পায়।

"আল্লাহ আমাদের সবাইকে আমাদের নৈতিক দায়িত্ব পালন করার তাওফিক দিন। আমিন" — এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

আসিফ

×