ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

হঠাৎ নেমে এলো অন্ধকার, বিপর্যস্ত চীন, ভিয়েতনাম, ফিলিপিন্স

প্রকাশিত: ১৮:০৯, ২১ জুলাই ২০২৫

হঠাৎ নেমে এলো অন্ধকার, বিপর্যস্ত চীন, ভিয়েতনাম, ফিলিপিন্স

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীনে আছড়ে পড়েছে ভয়াবহ টাইফুন 'উইফা', যার ফলে কুয়াংডং প্রদেশসহ বেশ কয়েকটি উপকূলবর্তী শহরে সৃষ্টি হয়েছে চরম দুর্যোগ। ভয়ংকর ঘূর্ণিঝড় ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ডুবিয়ে দিয়েছে শহরের উঁচু এলাকাগুলোও। গাছ উপড়ে পড়ায় সড়কে তৈরি হয়েছে নানা প্রতিবন্ধকতা। ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র দেখা গেছে চীনের জোহাই, সেনজেন ও হাইনানের হাইকো শহরজুড়ে।

হংকংয়ে চালিয়েছে তাণ্ডব, চীনে চলছে উদ্ধার অভিযান
হংকংয়ে টাইফুনের তাণ্ডবের পরদিন, অর্থাৎ শনিবার চীনের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে উইফা। হংকং প্রশাসনিক এলাকায় টাইফুনের প্রভাবে গাছপালা উপড়ে পড়ে, পানি ঢুকে পড়ে ঘরবাড়িতে, এবং ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। বর্তমানে সেখানে চলছে উদ্ধার কার্যক্রম, যদিও প্রশাসন বলছে, ক্ষয়ক্ষতি মোকাবেলায় আরও সময় লাগবে।

বিপদে ফিলিপিনসের লাখো মানুষ, মৃতের সংখ্যা বাড়ছে
টাইফুন উইফার দাপটে বিপর্যস্ত হয়েছে ফিলিপিনসের অন্তত ৩০টি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রায় এক লাখ মানুষ। ১৬টি অঞ্চলের বহু গ্রাম এবং ২৬টি এলাকা প্লাবিত হয়ে গেছে বন্যায়। মারিনা নদীর তীরবর্তী বসতি সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। সংশ্লিষ্ট এলাকা এখন ঝড় ও বন্যার কারণে খুব ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিপাকে পড়েছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামও
টাইফুন ও বৃষ্টির প্রভাবে দুর্যোগে ঢুকে পড়েছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। সোমবার দক্ষিণ কোরিয়ার রিসোর্ট শহর গ্যাপিং কাউন্টিতে মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসে ধসে পড়ে একটি ভবন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেখানকার কয়েকজন বাসিন্দা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগ মোকাবেলায় জরুরি বিভাগগুলো কঠোরভাবে কাজ করছে।

শেখ ফরিদ

×