ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় আহতদের পরিবহনে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা

প্রকাশিত: ১৮:০৪, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০৪, ২১ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় আহতদের পরিবহনে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা

ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের উত্তরা ডিপো সংলগ্ন মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত ও নিরাপদ পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহতদের দ্রুত স্থানান্তরের সুবিধার্থে মেট্রো ট্রেনের সামনের দিক থেকে দ্বিতীয় কোচটি নির্দিষ্ট করে রাখা হয়েছে। এছাড়া, মেট্রোরেল ডিপোর ভেতর দিয়ে আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া, মেট্রোরেলের পরিবহন পুলের যানবাহনগুলো দিয়াবাড়ি গোলচত্বরের পাশে প্রস্তুত রাখা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে আহতদের পরিবহনে ব্যবহার করা যায়।

ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মোঃ আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোকে বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মিরাজ খান

আরো পড়ুন  

×