
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। তবে দায়িত্বশীলতাও থাকতে হবে। আদালতের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, আদালতের প্রতি জনগণের আস্থা যাতে বৃদ্ধি পায়– সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে। আদালত অবমাননা হয় এমন কিছু লেখা যাবে না। সোমবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ফল উৎসবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংগঠনটির কার্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ফল উৎসবের উদ্বোধন করেন।
এলআরএফের সদস্যরা ছাড়াও ফল উৎসবে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, ব্যারিস্টার ওমর সাদাত, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল, আইনজীবী শেখ আলী আহমেদ খোকন, আইনজীবী আজিজুর রহমান দুলু, মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এম আতিকুর রহমান প্রমুখ।
এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন উৎসবে অংশ নেন।
এলআরএফ সভাপতি হাসান জাবেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার, কার্যনির্বাহী সদস্য ওয়াকিল আহমেদ হিরন, বিকাশ নারায়ণ দত্ত, হাবিবুর রহমান ও ফজলুল হক মৃধা।
Mily