
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার সকালে দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন। ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জামায়াতের ইসলামীর পক্ষ থেকে ১৩ ব্যবসায়ীসহ ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সাইফুদ্দিন সুমিরকেও নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন। ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা হলেন, মো: তারেক, মো: বিপুল, মারুফ, মো: নাছির, মো: আরমান, শাহ আলম, আবদুল মোমিন, মো: আলম, সবুজ মিয়া, মো: মোস্তফা, আবুল কাশেম, আবদুল মান্নান ও আবদুল হালিম।
এসময় ছাগলনাইয়া উপজেলা আমির কে এম আজাদ হোসেন, সেক্রেটারি জাফর আহমদ মোল্লা, শ্রমিক কল্যাণ সভাপতি মোতাহার হোসেন লিটন, ইউনিয়ন আমির খুরশিদ আলম মজুমদার, বাজার কমিটির সেক্রেটারি আবদুল হালিম পাটোয়ারী শাহিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সবার আগে জামায়াতে ইসলামী সহযোগিতা নিয়ে ছুটে আসে। তিনি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ মোনাজাত করেন।
এর কিছুক্ষন পর ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত স্থানপরিদর্শন ও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি পরিমাণ উপজেলায় জমা দেয়ার আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Jahan