ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কম্পিউটার হ্যাং হলে সাহায্য করবে উইন্ডোজ ১১-এর গোপন রিস্টার্ট ফিচার

প্রকাশিত: ১১:০৭, ২১ জুলাই ২০২৫

কম্পিউটার হ্যাং হলে সাহায্য করবে উইন্ডোজ ১১-এর গোপন রিস্টার্ট ফিচার

ছবিঃ সংগৃহীত

যখন কম্পিউটার হঠাৎ করে হ্যাং হয়ে যায়, কোনো কিছুতেই কাজ হয় না—ঠিক তখনই দরকার হয় এমন এক সমাধান, যা সাধারণ উপায়ে সম্ভব নয়। উইন্ডোজ ১১-এ ঠিক এমন একটি 'জরুরি রিস্টার্ট' ফিচার রয়েছে, যা অনেকেই জানেন না।

এই ইমার্জেন্সি রিস্টার্ট পদ্ধতি মূলত একটি ‘লাস্ট রিসোর্ট’ পদ্ধতি, যা কম্পিউটারকে জোরপূর্বক রিস্টার্ট করায় যদি এটি কোনো লুপে আটকে যায় বা অন্য কোনো উপায় কাজ না করে।

এই ফিচার নিয়ে প্রথম আলোচনায় আসে ২০২২ সালে Reddit-এর Sysadmin সাবরেডিটে একটি পোস্টের মাধ্যমে। ব্যবহারকারী ‘-Steets-’ এটি শেয়ার করলে অনেকেই জানান, এটি উইন্ডোজ XP সময়েও ছিল—অর্থাৎ ২০ বছরের পুরোনো একটি ফিচার।

কিভাবে করবেন ইমার্জেন্সি রিস্টার্ট:
১. কীবোর্ডে CTRL + ALT + DEL একসাথে চাপুন।
২. পর্দার ডান নিচে থাকা পাওয়ার বাটনে CTRL কী চেপে ধরে ক্লিক করুন।
৩. এরপর একটি বার্তা আসবে—“Emergency Restart”। এতে লেখা থাকবে, “Click OK to immediately restart. Any unsaved data will be lost. Use this only as a last resort.”
৪. OK ক্লিক করলে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আবার চালু হবে।

এটি সাধারণ রিস্টার্ট থেকে কীভাবে আলাদা?
এই পদ্ধতি একপ্রকার সফটওয়্যার-নির্ভর হার্ড রিসেট। অর্থাৎ, কম্পিউটারের পাওয়ার বাটনে হাত না দিয়ে, এটি একই রকম কাজ করে। বিশেষ করে যেসব ল্যাপটপে ফিজিক্যাল পাওয়ার বাটনের সমস্যা রয়েছে বা যখন কম্পিউটার এতটাই হ্যাং করে যে অন্য কোনো কমান্ড কাজ করে না—তখন এটি কার্যকর।

BetaNews জানিয়েছে, এটি মূলত হার্ড রিসেটের একটি সফট বিকল্প।

এই ফিচার ব্যবহার করতে কোনো রকম ঝুঁকি নেই। লেখক নিজে এটি একাধিক ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহার করেছেন এবং কোনো সমস্যায় পড়েননি।

তবে মনে রাখতে হবে, এটি কেবলমাত্র জটিল পরিস্থিতিতে ব্যবহারের জন্য তৈরি। যদিও আপনি চাইলে ঘন ঘন ব্যবহার করতেও পারেন।

আরেকটি বিকল্প পদ্ধতি হচ্ছে Command Prompt খুলে "shutdown /r" টাইপ করে রিস্টার্ট দেওয়া। 

নোভা

×