
আবারও আনোয়ারায় দেখা মিলল বন্য হাতির, এলাকাজুড়ে আতঙ্ক
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সীমান্তবর্তী দেয়াঙ পাহাড়ে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিল একটি বন্য হাতির দল। দিনে কিংবা রাতে হঠাৎ করে পাহাড় থেকে নেমে আসা এসব হাতির কারণে আতঙ্কে থাকতেন দুই উপজেলার সাধারণ মানুষ।
গত ১৩ এপ্রিল ভোরে চারটি হাতি বাঁশখালী অভয়ারণ্যের দিকে ফিরে যাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছিল স্থানীয়দের মনে। কিন্তু তিন মাস না যেতেই আবারও বন্য হাতির দেখা মিলেছে লোকালয়ে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় একটি হাতিকে ঘুরে বেড়াতে দেখা যায়। হাতিটিকে নিয়ে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়ছার বলেন, 'গত রাত একটার দিকে হাজিগাঁও এলাকায় পাহাড়ে একটি হাতি দেখা যায়। কয়েকমাস শান্তিতে ছিলাম, আবারও আমাদের শান্তি-ঘুম হারাম করে দিলো বন্য হাতি।'
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, 'স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। বন বিভাগকে অবহিত করা হবে। পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।'
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বাঁশখালী (জলদী) রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ জানান, 'হাতির চলাচলের বিষয়টি আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত একটি হাতির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।'
তিনি আরও বলেন, 'বেশিরভাগ সময়ই দুর্ঘটনা ঘটে সাধারণ মানুষের অতিরিক্ত কৌতূহল কিংবা অসতর্ক আচরণের কারণে। তাই সবাইকে সাবধান থাকতে হবে।'
হাতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের ৫টি ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) মাঠে রয়েছে বলে জানান তিনি।
তাসমিম