
ছবি: সংগৃহীত
অনলাইন কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ এখন নতুন কিছু নয়। কিন্তু এই আগ্রহ কখনো কখনো রূপ নেয় আসক্তিতে। ঠিক এমনই এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন চীনের সাংহাই শহরের ৬৬ বছর বয়সী নারী ওয়াং। লাগামহীন অনলাইন শপিংয়ের কারণে নিজের বাড়িতে জায়গার অভাব হওয়ায় শেষ পর্যন্ত পার্সেল রাখার জন্য কিনে ফেলেছেন নতুন একটি ফ্ল্যাট।
ওয়াং একজন ধনাঢ্য নারী, যিনি একা থাকেন। মেয়ে থাকেন বিদেশে, আত্মীয়-স্বজনের সঙ্গেও তেমন যোগাযোগ নেই। সময় কাটাতে শুরু করেন অনলাইনে পণ্য কেনা, আর সেটিই একসময় পরিণত হয় এক ধরনের নেশায়।
প্রতিদিন এত পরিমাণে পার্সেল আসত যে, সেগুলো খোলার সময়ও পেতেন না ওয়াং। ফলে অজস্র প্যাকেট জমে যায় তার বাড়িতে। এমনকি নিচতলার গ্যারেজ পর্যন্ত ভরে ওঠে বাক্সে। হাঁটারও জায়গা থাকত না বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি বাড়ির পাশেই আরও একটি ফ্ল্যাট কিনে ফেলেন শুধু পার্সেলগুলো রাখার জন্য। সেখানে পাঠিয়ে দেন সব অপ্রয়োজনীয়, না খোলা প্যাকেট।
ওয়াংয়ের এই ব্যতিক্রমী অভ্যাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তাদের তথ্য অনুযায়ী, ওয়াং অনলাইন শপিংয়ে ইতিমধ্যে প্রায় ২০ লাখ ইউয়ান খরচ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় কয়েক কোটি টাকার সমান।
তার কেনাকাটার তালিকায় ছিল খাবারদাবার, প্রসাধনী, এমনকি সোনার গয়নাও। এই ঘটনার পর অনলাইন আসক্তির ভয়াবহ দিক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ওয়াংয়ের গল্প।
সূত্র: https://www.youtube.com/watch?v=Y99Iq9UYkAM
রাকিব