ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ফোন গরম হলে কী করবেন? ৬টি জরুরি টিপস যা সবাই জানে না!

প্রকাশিত: ২০:২৩, ১৯ জুলাই ২০২৫

ফোন গরম হলে কী করবেন? ৬টি জরুরি টিপস যা সবাই জানে না!

ছবি: সংগৃহীত

গরম আবহাওয়া মানেই বাইরে সময় কাটানোর সুযোগ বেশি। আর আপনার ফোন হয়তো সব সময় আপনার পাশে থাকবে, ছবি তোলার জন্য বা প্রিয় স্পটিফাই প্লেলিস্ট বাজানোর জন্য। আমরা নিজেদের সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য সতর্ক থাকি (যেমন, এসপিএফ ৫০ লাগানো), কিন্তু আপনি কি ফোনটাও ঠিক মতো রক্ষা করছেন? যদি না করেন, তাহলে অবশ্যই এই কাজটি আপনার তালিকায় যুক্ত করুন। আসিউরন বিশেষজ্ঞরা জানাচ্ছেন কেন ফোন বেশি গরম হয় এবং কীভাবে তা ঠাণ্ডা রাখা যায়।

ফোন কেন গরম হয়?

ফোন গরম হওয়ার অনেক কারণ থাকতে পারে। ফোন সরাসরি সূর্যালোকের নিচে রাখা বা গরম জায়গায়, যেমন গাড়ির ভিতরে রাখা, ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ানোর প্রধান কারণ।

অধিক ব্যবহারও ফোন গরম হওয়ার কারণ হতে পারে। যদি আপনি সারাদিন ফোনে থাকেন, তাহলে ফোনের ব্যাটারি অতিরিক্ত কাজ করে এবং গরম হয়ে যায়। একই সঙ্গে, একাধিক অ্যাপ একসঙ্গে খোলা থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ফোন গরম হতে পারে।

আরেকটি কারণ হলো অতিরিক্ত চার্জ দেয়া—অর্থাৎ ফোন ১০০% চার্জ হওয়ার পরেও চার্জারে রেখে দেয়া।

যা-ই হোক, ফোনের তাপমাত্রা কম রাখা ভালো। অতিরিক্ত গরম হলে ফোনের ব্যাটারি দ্রুত খালি হতে পারে, হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি ফোনের সিপিইউ গলতে পারে। গরম হওয়ার কারণে ফোন কখনো রিস্টার্ট নাও হতে পারে।

ফোন ওভারহিটিং বন্ধের ৫টি টিপস

১. ফোন সরাসরি সূর্যালোক থেকে রক্ষা করুন
দীর্ঘ সময় সূর্যের তাপে ফোন রাখবেন না। সূর্যের আলো ও তাপ ফোনে জমে থাকে এবং যতক্ষণ ফোন সেদিকেই থাকবে ততক্ষণ তাপমাত্রা বাড়বে।

২. স্ক্রীনের উজ্জ্বলতা কমান
স্ক্রীন বেশি উজ্জ্বল রাখলে ব্যাটারি বেশি কাজ করে এবং তাপ উৎপন্ন হয়। স্ক্রীনের উজ্জ্বলতা কমিয়ে দিন এবং স্ক্রীন টাইমআউট কমিয়ে রাখুন যাতে স্ক্রীন অপ্রয়োজনীয় সময় না জ্বলে থাকে। অ্যান্টি-গ্লেয়ার স্ক্রীন প্রোটেক্টর ব্যবহার করলেও সূর্যের আলোতে স্ক্রীন ভালো দেখা যায়, যা উজ্জ্বলতা বাড়ানো থেকে বিরত রাখে।

৩. মানসম্মত চার্জার ব্যবহার করুন
সঠিক ও বিশ্বস্ত ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন, যা আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চার্জার বা ফোনের চার্জিং পোর্টে কোনো ক্ষতি থাকলে তা গরম হওয়ার কারণ হতে পারে।

৪. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন
পেছনে অনেক অ্যাপ খোলা থাকলে ফোন বেশি কাজ করে এবং গরম হয়। আইফোনে স্ক্রীনের নিচ থেকে ধীরে সোয়াইপ করে খোলা অ্যাপগুলো দেখুন এবং প্রয়োজনীয় নয় এমনগুলো বন্ধ করুন। অ্যান্ড্রয়েডে নিচের বাম কোণার মেনু আইকন ট্যাপ করে বা নিচ থেকে সোয়াইপ করে অ্যাপগুলো বন্ধ করুন।

৫. অ্যাপগুলো আপডেট রাখুন
অ্যাপ আপডেটে বাগ ফিক্স ও অপটিমাইজেশন থাকে, যা ফোনের শক্তি কম ব্যবহার করে এবং গরম কমায়।

গরম ফোন ঠাণ্ডা করার ৬টি সহজ উপায়

১. ফোনে পাখা দিন বা হাওয়া দিন
অদ্ভুত শোনালেও পাখা দিয়ে ফোন ঠাণ্ডা করা যায়। যেমন আমরা শরীর ঠাণ্ডা রাখি, তেমনই হাওয়া ফোনের তাপ কমাতে সাহায্য করে।

২. অতিমাত্রায় তাপমাত্রার পরিবর্তন এড়িয়ে চলুন
ফ্রিজ বা ফ্রিজারে ফোন রাখা ঠিক নয়। অতিরিক্ত ঠাণ্ডা বা গরমে ফোনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ফোনে আর্দ্রতা জমতে পারে, যা ফোন নষ্ট করে।

৩. ফোনের কেস খুলে রাখুন
কেস ফোনের তাপ ধরে রাখে, তাই গরম লাগলে কেস খুলে দিন যেন তাপ দ্রুত বের হয়ে যায়।

৪. ব্লুটুথ বন্ধ করুন
ব্লুটুথ চালু থাকলে কিন্তু কোনো ডিভাইসে সংযোগ না থাকলে ফোন বারবার সংযোগ খুঁজতে থাকে, যা গরম হওয়ার কারণ হতে পারে।

৫. এয়ারপ্লেন মোড চালু করুন
সিগন্যাল কম থাকলে ফোন সংযোগ খুঁজতে বেশি কাজ করে এবং গরম হয়। এয়ারপ্লেন মোড চালু রাখুন যতক্ষণ ভালো সিগন্যাল পাওয়া যাবে।

৬. ফোন ও অন্যান্য ডিভাইস আলাদা রাখুন
ফোন, ট্যাবলেট ও ল্যাপটপ একসাথে ব্যাগে রাখলে গরম বাড়ে। আলাদা রাখুন এবং সম্ভব হলে সমতল স্থানে রাখুন।

 

আবির

×