
ছবি: সংগৃহীত
রাশিয়ার সেনা সদস্য হত্যা কিংবা তাদের অস্ত্র ধ্বংস করতে পারলেই মিলছে পয়েন্ট—এমনই অভিনব এক পদ্ধতি চালু করেছে ইউক্রেন। যুদ্ধবাজ পরিবেশে সেনাদের উদ্যম বাড়াতে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদারে এ উদ্যোগ নিয়েছে দেশটি। বিষয়টি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
‘ই–বোনাস’ নামে এই প্রকল্পটি ইউক্রেন চালু করে ২০২৩ সালে। পুরো পদ্ধতিটি তৈরি করা হয়েছে জনপ্রিয় ভিডিও গেমের আদলে, যেমন ‘কল অব ডিউটি’। যেখানে যুদ্ধে অংশ নেওয়া সেনারা শত্রুপক্ষকে ধ্বংস করলে পায় নির্দিষ্ট পয়েন্ট। যেমন—রকেট লঞ্চার ধ্বংস করলে মিলছে ৫০ পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংসে ৪০ পয়েন্ট। ইউক্রেনীয় সেনাবাহিনীর এই কৌশল যেন বাস্তবের ‘কল অব ডিউটি’।
রাতের আঁধারে ড্রোন শনাক্ত ও ধ্বংসের জন্য রাডার নিয়ে তল্লাশি চালান ইউক্রেনীয় সেনারা। শত্রু ড্রোন শনাক্ত হলেই শুরু হয় পাল্টা গুলি। পুরো অভিযান ভিডিও করে রাখা হয়। এসব ভিডিওতে পরে সংগীত সংযোজন করে তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে।
এই ভিডিও ও তথ্য ব্যবহার করে শুধু পয়েন্টই দেওয়া হচ্ছে না, সেই সঙ্গে সংগ্রহ করা হচ্ছে যুদ্ধকৌশলের গুরুত্বপূর্ণ উপাত্ত। সেনাদের উৎসাহ দিতে পয়েন্টের বিনিময়ে আর্থিক সুবিধাও রাখা হয়েছে। এমনকি সরাসরি পয়েন্ট দিয়েই কিছু নির্দিষ্ট পণ্য কেনার সুযোগ রয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=OwjBLIxOZ70
রাকিব