
ছবি: সংগৃহীত
স্পেনের রাস্তায় সাদা দাগের পাশে হঠাৎ দেখা যাচ্ছে উজ্জ্বল লাল দাগ—আর এটি কোনো শিল্পীর করা রাস্তার ডিজাইন নয়। আসলে এটি স্পেনের মহাসড়ক কর্তৃপক্ষ DGT–এর (Directorate General of Traffic) নতুন উদ্যোগ, যার লক্ষ্য সড়ক দুর্ঘটনা কমানো।
লাল দাগ মানেই সতর্ক সংকেত
এই লাল দাগ বসানো হয়েছে মূলত দুর্ঘটনাপ্রবণ, আঁকাবাঁকা দুই লেনের সড়কে—যেখানে ওভারটেক করতে গিয়ে প্রায়ই ঘটে মারাত্মক দুর্ঘটনা। সাধারণ সাদা দাগ দিয়ে নিষেধাজ্ঞা বোঝানো হলেও অনেক চালকই তা উপেক্ষা করেন। DGT মনে করছে, উজ্জ্বল লাল রঙ চোখে পড়ে বেশি, আর এটি চালকদের মনোযোগ টানবে ও ওভারটেকের আগে ভাবতে বাধ্য করবে।
উল্লেখযোগ্য পরীক্ষামূলক অঞ্চল
স্পেনের মালাগার কাছের A-355 সড়ক ও কাতালোনিয়ার কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ‘রেড লাইন’ ব্যবস্থা। এসব এলাকায় অতীতেও বহু দুর্ঘটনা ঘটেছে। গবেষণায় দেখা গেছে, চালকেরা ধীরগতির যানবাহন বা ট্রাক্টরকে পেরোনোর সময় অতিরিক্ত আত্মবিশ্বাস দেখান এবং বিপজ্জনকভাবে ওভারটেক করেন—ফলে ঘটছে প্রাণঘাতী সংঘর্ষ।
আইন আগের মতোই, জরিমানা নতুন
আইন যদিও বদলায়নি—নিয়ম অনুযায়ী, সাদা বা লাল যেকোনো স্থায়ী রেখা পার হওয়া নিষেধ—তবে এখন লাল দাগ অতিক্রম করলে গুনতে হবে ৪০০ ইউরো জরিমানা ও ড্রাইভিং লাইসেন্স থেকে ৪ পয়েন্ট কেটে নেওয়া হবে। স্পেনের রিয়েল অটোমোবাইল ক্লাব এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, আইন আগেও ছিল, এখন শুধু আরও চোখে পড়ার মতোভাবে তা তুলে ধরা হয়েছে। এই লাল দাগ কৌশল শুধু একটি পদক্ষেপ; এর পাশাপাশি বাড়ানো হয়েছে গতিবেগ নিয়ন্ত্রণ ক্যামেরা, সতর্কতামূলক প্রচারণা এবং দুর্ঘটনাপ্রবণ রাস্তায় পুলিশের টহল।
সূত্র: https://euroweeklynews.com/2025/07/19/spains-new-red-road-line-a-e400-fine-if-you-ignore-it/?utm_source=thumbnail&utm_medium=internal&utm_campaign=related-stories
রাকিব