ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইতালিতে ইবিজেএ’র ঈদ রিইউনিয়ন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান 

ইসমাইল হোসেন স্বপন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইতালি

প্রকাশিত: ০৭:৩২, ২১ জুলাই ২০২৫

ইতালিতে ইবিজেএ’র ঈদ রিইউনিয়ন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান 

ইতালিতে ইবিজেএ’র ঈদ রিইউনিয়ন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান 

ভিনদেশের মাটিতে বাংলা ভাষা, সাংবাদিকতা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে ইউরোপে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের সংগঠন ইবিজেএ (ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন) আয়োজন করে এক ব্যতিক্রমী অনুষ্ঠান ঈদ রিইউনিয়ন ও কমিউনিটি এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫। 

শনিবার (১৯ জুলাই) ইতালির ভিচেন্সা শহরে আয়োজিত এই অনুষ্ঠান ছিল একদিকে যেমন ঈদের আনন্দঘন পুনর্মিলনী, অন্যদিকে তেমনি ইউরোপীয় বাংলা সাংবাদিকদের জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিক, লেখক, সামাজিক সংগঠক ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক ছিলেন যমুনা টিভি ও কালের কন্ঠের ইতালি প্রতিনিধি এবং সগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, প্রবাসী সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, সমাজে অবদান রাখা ব্যতিক্রমী মানুষদের সম্মান জানানো, বাংলা ভাষা ও সংস্কৃতির ঐক্য গড়ে তোলা। 

কমিউনিটি এক্সিলেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী সমাজের কল্যাণে কাজ করে যাওয়া ব্যক্তিদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়। 

ইবিজেএ নেতৃবৃন্দ জানান, সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং কমিউনিটির উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে ইউরোপজুড়ে বাংলা সাংবাদিকদের একত্রিত করার সুযোগ হবে। 

অনুষ্ঠানে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় জার্মান থেকে আগত ব্যান্ড দল ফোক এন্ড রক ও চ্যানেল আইয়ের সেরাকন্ঠ শিল্পী জেসা। 

আয়োজনের শেষ দিকে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে, যেখানে সবাই একসঙ্গে ভাগাভাগি করে নেন প্রবাসের ঈদ আনন্দ। 

তাসমিম

×