ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসানের মৃত্যু

প্রকাশিত: ১৭:৩৮, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৪১, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসানের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।

 

 

এই মর্মান্তিক ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসান মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। সে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র।

দুর্ঘটনায় আরও শতাধিক মানুষ গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিমানটি দুপুর ১টার দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, ফলে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ে।

 

 

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান।

 

 

ছামিয়া

×