ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বগুড়া সদরে ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৭:২৮, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৩২, ২১ জুলাই ২০২৫

বগুড়া সদরে ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বগুড়া সদর উপজেলার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে। এবারে ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী। তিনি বলেন, “বগুড়ার শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা খুবই আশাব্যঞ্জক। এ কৃতিত্ব শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসের ফল। শুধু বইয়ের পড়া নয়, ধর্ম, সংস্কৃতি, খেলাধুলা—সবকিছুতেই শিক্ষার্থীদের পারদর্শী হতে হবে। সারাদিন মোবাইল-ইন্টারনেটে ডুবে থাকলে চলবে না।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক নেতৃত্ব। পরিবার থেকেই সততা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “মানুষ হতে হবে—এই শিক্ষা আগে নিতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তাদের গল্প শোনান, সময় দিন। না হলে একদিন হয়ত তারা বিপথে যাবে।”

আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাহবুব মোরশেদ।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বক্তব্য রাখে কৃতী শিক্ষার্থী রহিমা আক্তার রুমি। শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাতিম শাদাত মাহিম-এর মা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার সন্তানের সাফল্যে আমি গর্বিত। প্রতিটি মা-বাবার উচিত সন্তানদের পাশে থাকা।”

মিরাজ খান

×