ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘তিনি উন্মাদের মতো আচরণ করেছেন’, নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে হোয়াইট হাউস কর্মকর্তা

প্রকাশিত: ০২:১১, ২১ জুলাই ২০২৫; আপডেট: ০২:১২, ২১ জুলাই ২০২৫

‘তিনি উন্মাদের মতো আচরণ করেছেন’, নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে হোয়াইট হাউস কর্মকর্তা

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে চরম বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–কে দেওয়া এক মন্তব্যে একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘বিবি (নেতানিয়াহু) একজন উন্মাদের মতো আচরণ করছেন। তিনি সবকিছুতেই বোমা ফেলছেন। এটা ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টাকে নষ্ট করে দিচ্ছে।’

সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষিতে এ ধরনের প্রতিক্রিয়া আসে ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে। ইসরায়েল শুধু সিরিয়ায় নয়, গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চ–এও হামলা চালায়, যা আমেরিকার মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওস–কে জানান, গাজায় গির্জায় হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে ঘটনার ব্যাখ্যা চান। ওই কর্মকর্তা বলেন, ‘এটা যেন প্রতিদিনই নতুন কিছু ঘটছে। কী হচ্ছে এসব? আর কত?’

এই ঘটনার কয়েক দিন আগেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এসে ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক ও হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেন। তবে গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

হোয়াইট হাউসের অন্য একজন কর্মকর্তা বলেন, ‘নেতানিয়াহু যেন এক অস্থির ও বিপজ্জনক আচরণের মানুষ হয়ে উঠেছেন। কখনো কখনো তাকে একটা অবাধ্য শিশুর মতো মনে হয়।’ এই মন্তব্য নেতানিয়াহুর ওপর ট্রাম্প প্রশাসনের আস্থা কমে যাওয়ার ইঙ্গিত দেয়।

ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য এই প্রতিবেদন বা মন্তব্যের বিষয়ে মুখপাত্র জিভ আগমোন কোনো মন্তব্য করেননি।

সিরিয়ার ওপর হামলার পর মার্কিন কূটনৈতিক তৎপরতায় তুরস্কের মাধ্যমে একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও সংঘাত কিছুটা থামানো গেছে, তবুও নেতানিয়াহুর আঞ্চলিক নীতি ও একক সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের দুশ্চিন্তা বাড়াচ্ছে বলে জানানো হয়।

প্রকাশ্যে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো কঠোর মন্তব্য করেননি বা বিরক্তি প্রকাশ করেননি, তবে প্রশাসনের ভেতরে ভিন্ন সুর স্পষ্ট।

যুক্তরাষ্ট্র সফরের সময় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব ভাঙার নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব মধ্যপ্রাচ্যের জন্য শান্তি ও সমৃদ্ধির ইতিহাস তৈরি করতে পারে।’

এছাড়া নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলেও একটি চিঠি সাংবাদিকদের সামনে প্রকাশ করেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

রাকিব

×