ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গলার ধাতব চেইনে এমআরআই মেশিনে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ০১:৫৫, ২১ জুলাই ২০২৫

গলার ধাতব চেইনে এমআরআই মেশিনে প্রাণ গেল বৃদ্ধের

ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়েস্টবেরি এলাকার ‘নাসাউ ওপেন এমআরআই’ চিকিৎসাকেন্দ্রে চরম এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি। বুধবার (১৬ জুলাই) বিকেলে সক্রিয় এমআরআই মেশিনের কক্ষে প্রবেশ করার সময় তার গলায় থাকা একটি বড় ধাতব চেইন শক্তিশালী চুম্বকক্ষেত্রের আকর্ষণে হঠাৎ ছিটকে গিয়ে তাকে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং পরদিন (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি অনুমতি ছাড়াই সক্রিয় এমআরআই কক্ষে প্রবেশ করেছিলেন। এমআরআই যন্ত্রের চুম্বকক্ষেত্র এতটাই শক্তিশালী যে, ধাতব বস্তুগুলো ক্ষিপ্রগতির গুলির মতো আচরণ করতে পারে—যা মুহূর্তেই প্রাণঘাতী হতে পারে।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, এমআরআই পরীক্ষা শুরুর আগে রোগীকে সব ধাতব বস্তু—গয়না, ঘড়ি, চশমা, এমনকি ধাতব বোতামযুক্ত পোশাক—অবশ্যই খুলে ফেলতে হয়। এছাড়া প্রতিটি রোগী ও তার সঙ্গে থাকা সকল উপকরণকে সতর্কভাবে স্ক্যান করার নির্দেশনা রয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর পক্ষ থেকে।

ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনায় চিকিৎসাকেন্দ্র কর্তৃপক্ষের দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, নাসাউ ওপেন এমআরআই চিকিৎসাকেন্দ্রটির আশপাশে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এমন দুঃখজনক ঘটনার পর এমআরআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আবারও উঠে এসেছে আলোচনায়।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

রাকিব

×