
ছবি: সংগৃহীত
আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই—কখন খাব, কোথায় যাব, কাকে বিশ্বাস করব কিংবা কীভাবে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাব। কিন্তু জানেন কি, আপনার অত্যাধুনিক মস্তিষ্ক প্রতিদিন একটি নির্দিষ্ট ভুল করে—আর আপনি তা বুঝতেই পারেন না?
মনোবিজ্ঞানীরা এটিকে বলেন "Confirmation Bias"—অর্থাৎ, আপনি যা বিশ্বাস করেন, আপনার মস্তিষ্ক শুধু সেই বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য খুঁজে নেয় এবং বাকি তথ্যগুলো এড়িয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই 'ভুল' শুধু সাধারণ মানুষের নয়, বিজ্ঞানের গবেষক, ডাক্তার, এমনকি বিচারপতিরাও এড়িয়ে যেতে পারেন না। মানুষ সাধারণত এমন তথ্যেই ভরসা করে যা তার আগের ধারণার সাথে মেলে। আর এই অভ্যাসই আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়—জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও।
ধরা যাক, আপনি বিশ্বাস করেন যে কফি খাওয়া শরীরের জন্য খারাপ। তখন আপনি ইন্টারনেটে শুধু সেই খবরই খুঁজে বের করবেন যেখানে লেখা আছে “কফিতে ক্ষতি”—অথচ পাশের লেখায় যদি লেখা থাকে “কফি ডায়াবেটিস কমায়”, আপনি হয়তো সেটা দেখবেনই না বা পাত্তা দেবেন না!
মস্তিষ্ক তথ্য বিশ্লেষণের বদলে অধিকাংশ সময় নিজের ধারণা পাকা করতে চায়। এর ফলে আমরা সহজেই প্রতারণা, বিভ্রান্তি বা ষড়যন্ত্র তত্ত্বের শিকার হয়ে পড়ি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনে সিদ্ধান্ত নেয়ার সময় বিপরীত তথ্যও খতিয়ে দেখা উচিত। নিজের বিশ্বাসের বাইরে গিয়ে ভাবুন—এটাই সচেতন, সজাগ ও যুক্তিনির্ভর মানসিকতার চাবিকাঠি।
তাই আজ থেকে নিজের এই 'অদৃশ্য ভুল' চিনে নিন। কারণ, আপনি যতই মনে করেন আপনি সঠিক—মস্তিষ্ক হয়তো ঠিক তখনই ভুল করছে!
ফারুক