পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬০তম বোর্ড সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্র্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার টহরাবৎংরঃু ড়ভ ঈধহনবৎৎধ থেকে ইধপযবষড়ৎ ড়ভ ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, অডিট কমিটি, দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। পিএইচপি স্পিনিং মিলস লিঃ, পিএইচপি ইস্পাত লিঃ, পিএইচপি কটন স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।