ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ধানের শীষের জয় নিশ্চিতে কাজ করবো: মহেশপুর বিএনপি সভাপতি রনি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ১৮:০০, ২ জুলাই ২০২৫

ধানের শীষের জয় নিশ্চিতে কাজ করবো: মহেশপুর বিএনপি সভাপতি রনি

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে ব্যাপক গণসংযোগ করছেন মনোনয়নপ্রত্যাশী মেহেদী হাসান রনি। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহেশপুর ও কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এ গণসংযোগ করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে প্রস্তুত রনি। তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়ে সাধারণ মানুষের মাঝে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন জিয়া বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মেহেদী হাসান রনি বলেন, “হাসিনার শাসনে আমরা জেল-জুলুমের ভয়ে ঘর থেকেও বের হতে পারতাম না। এখন নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই জনগণের কাছে না গেলে আর সময় থাকবে না। ২০১৮ সালেও আমি দলীয় মনোনয়ন পেয়েছিলাম। আশা করি এবারও দল আমাকে মূল্যায়ন করবে।”

তিনি আরও বলেন, “মনোনয়ন যেই পাক, আমি ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে থাকব। আমার বাবা শহিদুল ইসলাম মাস্টার ছিলেন চারবারের সংসদ সদস্য ও আজীবন বিএনপির কর্মী। আমিও তাঁর আদর্শ অনুসরণ করে তৃণমূলের মানুষের সঙ্গে রাজনীতি করে যাচ্ছি।”

আসিফ

×