ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

adbilive
adbilive
বিজেপি সরকার মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে: রুমিন ফারহানা

বিজেপি সরকার মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা এবং তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, বিজেপি সরকার নির্বাচনী রাজনীতিতে হিন্দুত্ববাদকে সামনে রেখে মুসলমানদের উপর দীর্ঘদিন ধরে কঠোর দমননীতি চালিয়ে আসছে এবং সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনেও এই রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রুমিন বলেন, “এইমাত্র আমরা দেখলাম ২৬ জন মানুষ হত্যার ঘটনা ঘটেছে ভারতের এক চরমভাবে নিরাপত্তাবেষ্টিত অঞ্চলে। এর মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা স্পষ্ট। কেউ কেউ বলছেন, এই ঘটনার সবচেয়ে বড় রাজনৈতিক লাভ যদি কারো হয়, তবে তা বিজেপি সরকারের—যারা বহুদিন ধরেই মুসলমানদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা বিজেপির জন্য রাজনৈতিক ফায়দা বয়ে আনতে পারে।” তিনি স্মরণ করিয়ে দেন, গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদির ভূমিকা এবং মুসলমানদের উপর চালানো নিপীড়নের ইতিহাস। তার ভাষায়, “যখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন একটি তীর্থযাত্রীদের ট্রেনে দুর্ঘটনার অজুহাতে মুসলমানদের উপর ভয়াবহ গণহত্যা চালানো হয়েছিল। এখন আবার দেখা যাচ্ছে, গুজরাটে বাঙালি মুসলমানদের সন্দেহে ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হচ্ছে।” মিয়ানমার পরিস্থিতি নিয়েও রুমিন ফারহানা প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সরকার মানবিক করিডর নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানালেও, প্রধানমন্ত্রীর প্রেস সচিব তা অস্বীকার করেছেন। যদি জাতিসংঘ কোনো অনুরোধ না করে থাকে, তবে করিডরের সিদ্ধান্ত নেয়া হলো কাদের অনুরোধে? এবং কাদের সঙ্গে একমত হয়ে তা গ্রহণ করা হলো?” তিনি আরও বলেন, রাখাইন অঞ্চলে এখন আর প্রকৃত জান্তা সরকার নয়, বরং আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে। তাদের সঙ্গে কোন ধরনের আলোচনা হয়েছে, সেটাও স্পষ্ট নয়। “আরাকান আর্মি তো কোনো বৈধ সরকার নয়, তাহলে সরকারের সঙ্গে কাদের আলোচনা হয়েছে?”—প্রশ্ন রাখেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, “সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী— তাদের প্রশিক্ষিত রাখা ও প্রস্তুত রাখা অবশ্যই দরকার, তবে আগে জানতে হবে— এই অস্থিরতা আসছে কোথা থেকে, আর আমরা কোন দিকে যাচ্ছি?” ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=0izDGTNUIKI

ছাত্রীর গায়ে আপত্তিকর স্পর্শের অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি!

ছাত্রীর গায়ে আপত্তিকর স্পর্শের অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি!

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর গায়ে আপত্তিকর স্পর্শের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকরা তাকে বিদ্যালয়ের অফিস কক্ষেই গণপিটুনি ও জুতাপেটা করেন। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার রাজুকে নারী অভিভাবকরা স্কুল অফিসে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে প্রধান শিক্ষককে নারীদের হাতে জুতাপেটা হতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমুল ইসলাম ও জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী অফিস ডেতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দেওয়া হবে বলেও তিনি জানান। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক আব্দুল জব্বার দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। বিদ্যালয়ে যোগদানের এক বছর একদিনের মাথায় কোনো সুযোগ না দিয়েই অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কোমরের বাড়তি মেদ ঝরাবেন যেভাবে

কোমরের বাড়তি মেদ ঝরাবেন যেভাবে

বাড়তি ওজন কিংবা কোমরের চারপাশে জমে থাকা মেদ নিয়ে দুশ্চিন্তা অনেকেরই। তবে বিশেষ কোনো কষ্ট না করেই, দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে সহজেই এই বাড়তি মেদ ঝরানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কার্যকর উপায় হলো খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার যুক্ত করা। যদিও ওজন কমানোর ক্ষেত্রে প্রোটিন বা ব্যায়ামের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ফাইবার একটি গোপন সহায়ক উপাদান হিসেবে কাজ করে—যা দীর্ঘস্থায়ীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফাইবারযুক্ত খাবার দীর্ঘক্ষণ পেট ভরে রাখে, ফলে ঘন ঘন খাওয়ার প্রবণতা হ্রাস পায়। এটি হজমপ্রক্রিয়া ধীর করে ক্ষুধা ও খাদ্যাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখে, যা অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয়। ফলে প্রাকৃতিকভাবেই শরীরের ওজন কমতে শুরু করে। এছাড়া, ফাইবার অন্ত্রের গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট ফুলে থাকা বা অস্বস্তির অনুভূতি কমায়। নিয়মিত ফাইবার গ্রহণ হজমশক্তি উন্নত করে এবং পেট চ্যাপ্টা রাখতে ভূমিকা রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। উচ্চ ফাইবারসমৃদ্ধ খাবার রক্তে চিনির শোষণ ধীর করে দেয়, ফলে ইনসুলিন স্পাইক কম হয় এবং মেদ জমার প্রবণতা হ্রাস পায়। একই সঙ্গে শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে বাড়তি ক্যালোরি পোড়াতে সাহায্য করে। গবেষণা বলছে, ওটস, বিনস, তিসি বা ফ্ল্যাক্স সিডের মতো দ্রবণীয় ফাইবারযুক্ত খাবার পেটের গভীরে জমে থাকা ভিসারাল ফ্যাট কমাতে বেশ কার্যকর। এই অভ্যন্তরীণ চর্বি কেবল সৌন্দর্য নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এ ধরনের ফাইবারসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। স্বাভাবিক উপায়েই যদি কোমরের মেদ ঝরাতে চান, তবে এখনই খাদ্যতালিকায় ফাইবার বাড়িয়ে দিন—নিয়মিত ফল, সবজি, বাদাম, ডাল এবং শস্য খাওয়া শুরু করুন। ফলাফল মিলবে ধীরে ধীরে, তবে তা হবে টেকসই এবং স্বাস্থ্যকর।

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার