ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমির হোসেন নূরানী

স্টিল খাত সুরক্ষায় রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:১৮, ৩০ এপ্রিল ২০২৫

স্টিল খাত সুরক্ষায় রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করতে হবে

স্টিলখাত সুরক্ষার

এসএমই খাতের ক্ষুদ্র ও ছোট কোম্পানি বিশেষ করে স্টিলখাত সুরক্ষার জন্য আইন দাবি করে এ শিল্পের কাঁচামালের ওপর রেগুলেটরি ডিউটি (জ উ) প্রত্যাহারের দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমির হোসেন নূরানী। তিনি বলেন, আয়রন ও স্টিল আমদানিতে উচ্চহারে শুল্কারোপ করা হচ্ছে। এ খাত টিকিয়ে রাখতে হলে স্টিল ও আয়রনের ওপর যত ধরনের শুল্ক আছে তা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কমাতে হবে।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত বাজেট সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় বক্তব্য রাখতে গিয়ে আমির হোসেন নূরানী বলেন, বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে লৌহ শিল্পের চাহিদা মেটানো হয়। দেশে ছোট-বড় প্রায় ২ লাখের অধিক শিল্প-কারখানা রয়েছে। 
এদের সঙ্গে প্রায় ৫০ লাখ লোকের কর্মসংস্থান জড়িত এবং বিনিয়োগ প্রায় দুই হাজার কোটি টাকার ওপর।  ক্ষুদ্র ও ছোট কোম্পানি সুরক্ষার জন্য আইন দাবি করে শিল্পের কাঁচামালের ওপর রেগুলেটরি ডিউটি বা আর ডি প্রত্যাহারের দাবি জানান তিনি। স্টিল খাতের সমস্যা তুলে ধরে তিনি বলেন, কাস্টমস ভ্যালুয়েশন রুলস ২০০০ মান ট্যারিফ মূল্য অধিক হওয়ার ফলে ব্যবসায়ীরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এর ফলে বিদেশ থেকে ফিনিশ প্রোডাক্ট-এ বাংলাদেশের মার্কেট সয়লাব হয়ে যাচ্ছে। আমাদের দেশীয় শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় এনবিআর থেকে নীতিগত সহায়তা দিতে হবে। 
এ ছাড়া ৫ শতাংশ অগ্রিম ভ্যাট প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, ভ্যাট আইন সহজীকরণ করতে হবে অন্যথায় ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে পড়বে। 
এ ছাড়া ট্রেডিংয়ের ক্ষেত্রে বিডিএস প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এটা শুধু কর্পোরেট ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু এখন এটি ট্রেডিং পর্যায়ে প্রয়োগ করা হচ্ছে, যা বাজেটে প্রত্যাহার করা হোক।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার