
ছবি: সংগৃহীত
প্রতিষ্ঠিত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে ন্যূনতম প্রথম শ্রেণি বা সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর এক্সিম ব্যাংকে চাকরির মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশনকাল (১ বছর) চলাকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। সফলভাবে প্রবেশন শেষ হলে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হবে এবং বেতন হবে ৬৭,৯০০ টাকা। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম পাওয়া যাবে এক্সিম ব্যাংকের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫
আসিফ