
ছবিঃ সংগৃহীত
২০ মাস পর আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আইএমএফ-এর হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২২.০৪ বিলিয়ন ডলারে। আর মোট রিজার্ভ ২৭.৪১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।
সর্বশেষ ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩.২৫ বিলিয়ন ডলার। সেখান থেকে পরের মাসে তা কমে ২১.০৫ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। অর্থপাচার কমে যাওয়া এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাবেই রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১ সালের আগস্টে। এরপর থেকে প্রতি মাসেই রিজার্ভের পরিমাণ কমতে থাকে। সরকার পতনের আগে রিজার্ভ কমে দাঁড়ায় ২০.৩৯ বিলিয়ন ডলারে।
ইমরান