ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার!

প্রকাশিত: ০২:০৯, ৫ মে ২০২৫; আপডেট: ০২:০৯, ৫ মে ২০২৫

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে দেশে রেমিটেন্স এসেছে ২৭৫ কোটি ডলারেরও বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭১ কোটি ডলার বা প্রায় ৩৫ শতাংশ বেশি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল পর্যন্ত) মোট রেমিটেন্স এসেছে ২৪৫৩ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি এবং ২০২৩-২৪ অর্থবছরের মোট রেমিটেন্সের চেয়েও ৬২ কোটি ডলার বেশি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাসে গড়ে রেমিটেন্স এসেছে আড়াই বিলিয়ন ডলারেরও বেশি। বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রেমিটেন্স বৃদ্ধির এ ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৪১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই রেমিটেন্স প্রবাহ বিদেশি ঋণের উপর নির্ভরতা কমাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

ইমরান

×