
ছবি: সংগৃহীত
ব্যাপক সাড়া ও দর্শনার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণের মধ্যে দিয়ে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-এর দ্বিতীয় দিনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসি আই মটরস-ফোটন। জমকালো আয়োজনে চলছে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫-এর দ্বিতীয় দিন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত এই আয়োজনে দর্শনার্থীদের বিপুল আগ্রহে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এসি আই মটরস-এর ফোটন ব্র্যান্ড। এই কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫-এর মধ্য দিয়ে এসি আই মটরস-এর ফোটন ব্র্যান্ড আধুনিক প্রযুক্তি সমন্বিত নতুন সিরিজের ফ্রিজার ভ্যান উন্মোচন করে দেশের রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট সল্যুশনে যুক্ত করল নতুন মাত্রা। এসি আই মটরস-এর উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা এই ফোটন ফ্রিজার ভ্যান উন্মোচন করেন।
এছাড়াও ফোটনের ১ টন, ১.২ টন, ১.৫ টন এবং ৩ টন মডেলসমূহ প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে।
এই অটোমোটিভ শো উপলক্ষে এসি আই মটরস-এর ফোটন প্যাভিলিয়ন থেকে যেকোনো পিকআপ ক্রয়েই থাকছে নিশ্চিত উপহার—রেফ্রিজারেটর, স্মার্ট টিভি এবং স্মার্টফোন পাওয়ার সুযোগ।
শহীদ