ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সংস্কৃতি সংবাদ

গান কবিতায় উচ্চারিত হবে শ্রমজীবীদের জয়গান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ১ মে ২০২৫

গান কবিতায় উচ্চারিত হবে শ্রমজীবীদের জয়গান

শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্ত সুরের ছটা শীর্ষক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা

ও দুনিয়ার মজদুর ভাইসব, আয় এক মিছিলে দাঁড়া/ঐ নয়া জমানার ডাক এসেছে, একসাথে দে সাড়া ...। আজ বৃহস্পতিবার শ্রমজীবী মানুষের একাত্মবোধের সেই দিন মহান মে দিবস। ইতিহাসের পথরেখায় শ্রমিকের রক্তে রঞ্জিত অধিকার আদায়ের দিন। মেহনতি মানুষের জয়গান গাওয়ার দিন।

আর এই বিশেষ দিবসটি উদ্যাপনে আলোচনার সমান্তরালে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। বৈশাখী বিকেলে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে ‘ওরা কাজ করে, নগরে বন্দরে’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য আয়োজনে উপস্থাপিত হবে নাচ-গান ও কবিতার পরিবেশনা। এর বাইরে দিবসটি উদ্যাপনে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে ও মিরপুপুরে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দুই অংশ।    
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের আয়োজনটি প্রসঙ্গে গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জনকণ্ঠকে বলেন, মহান মে দিবস উদ্যাপনে ২০০৭ সাল থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মূলত এ আয়োজনের মাধ্যমে সংস্কৃতির সঙ্গে মে দিবসের আত্মিক সংযোগটাই প্রকাশিত হয়ে আসছে। নিছক বিনোদনকে ছাপিয়ে শিল্প-সংস্কৃতির আশ্রয়ে আপামর মানুষের মুক্তির বারতা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

আজ বিকেল পাঁচটায়  শিল্পকলা একাডেমির নন্দন উন্মুক্ত মঞ্চে গণসঙ্গীত সমন্বয় পরিষদের অনুষ্ঠানের সূচনা । কথন পক্ষে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমান। আলোচনায় অংশ নেবেন সংগঠনের সহসভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির সিরাজ ও মানজার চৌধুরী সুইট। 
আজ সকাল ১১টায়  সত্যেন সেন চত্বরে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) উদীচীর শিল্পীগোষ্ঠীর একাংশের আয়োজনে অনুষ্ঠিত হবে মে দিবসের অনুষ্ঠান। ‘শ্রমিকের খুনে রাঙা হলো দেশ, বৈষম্যের তবু হয়নি শেষ’ স্লোগানকে উপজীব্য করে সজ্জিত অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হবে। বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতি বিদ্যমান বৈষম্য ও তাদের অধিকার নিয়ে আলোচনা করবেন উদীচীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে  বিকেল তিনটায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে সেনপাড়া ভিশন মোড় পর্যন্ত লাল পতাকা মিছিল  করবে উদীচীর আরেক অংশ। পরে বিকাল চারটায় সেনপাড়া পর্বতার ভিশন মোড়ে আয়োজিত হবে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হবে বর্তমান পরিস্থিতি নিয়ে নাজমুল হক বাবু রচিত ও নির্দেশিত পথনাটক ‘চিৎকার’। এছাড়াও থাকবে  দলীয় ও একক গণসঙ্গীতের পরিবেশনা। এর আগে সকাল আটটায় উদীচী  গে-ারিয়া শাখার উদ্যোগে সূত্রাপুর  লোহারপুল  মোড়ে গণসঙ্গীত ও  শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার