
ভুয়া ছবি ঘিরে সামাজিক মাধ্যমে বিব্রতকর অবস্থায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এক পোস্টে ফারিয়া লেখেন, ‘‘এক ‘গণ্ডার’ ভাই আমার মুখ একটি খোলামেলা ছবির সঙ্গে এডিট করে পোস্ট দিয়েছেন। বুঝলাম না, এত কষ্ট করে আমাকে এমন পোশাকে দেখার এত ইচ্ছা কেন?’’তিনি আরও লেখেন, ‘‘আমি তো এমনিতেই স্লিভলেস পরে ছবি দিই। ওগুলো যথেষ্ট অশালীন না লাগায় হয়তো হতাশ হন! মাঝেমধ্যে মনে হয়, এমন কিছু ছবি তুলেই ফেলি! প্রমিজ করছি, পরেরবার বিদেশ ভ্রমণে গেলে আপনাদের এডিটিংয়ের কষ্ট কমানোর চেষ্টা করব।’’
তারকাদের ঘিরে এমন ভুয়া এডিট ও মিথ্যা প্রচারণা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখা যায়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
রাজু