
সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের অতীত সম্পর্ক নিয়ে ফের চর্চায় বলিউড। সম্প্রতি ভাইজান সালমানের ভাই সোহেল খান এক পুরনো সাক্ষাৎকারে দাবি করেন, ঐশ্বরিয়া কখনও সালমানকে প্রকাশ্যে প্রেমিক হিসেবে স্বীকৃতি দিতে চাননি, যা সালমানকে মানসিকভাবে প্রভাবিত করেছিল।
সোহেল বলেন, "ঐশ্বরিয়া আমাদের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। কিন্তু বাইরের দুনিয়ায় কখনও সালমানকে নিজের প্রেমিক বলেননি। এই দ্বিচারিতায় সালমান নিজেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগত।"এছাড়া সোহেলের অভিযোগ, ঐশ্বরিয়া যখন অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখনও নাকি সালমানের সঙ্গে যোগাযোগ রাখতেন। এই বিষয়টিই সালমান ও বিবেকের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণ হয় বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, সালমানের সহিংস আচরণ, মানসিক ও শারীরিক নিপীড়নের কারণেই তিনি সম্পর্ক থেকে সরে আসেন। সেইসঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা ও অসম্মানের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। যদিও এসব বিষয়ে সালমান বরাবরই নীরব থেকেছেন।
রাজু